অভিযোগের পাহাড় যাদের বিরুদ্ধে, তারাও চান নৌকা
নিজস্ব প্রতিবেদক: ‘দুর্নীতিবাজ, মামলার আসামী, ভূমি দখল,পাহাড় কাটা ও বনদস্যু’ এসব বিস্তর অভিযোগ থাকা বেশ কয়েকজন এবার কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের নৌকা প্রতীক প্রার্থী। এদের অর্থধ ও প্রভাবে সৎ ও দলের জন্য নিবেদিতপ্রাণ যোগ্য প্রার্থীরা এখন পেছনের সারিতে। এ নিয়ে এলাকার নেতাকর্মী...