চীনে মৃত এবং আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। শুধু সোমবারেই মারা গেছে ১০৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৭ জন যা সার্স ভাইরাসের মোট মৃতের সংখ্যা থেকে অনেক বেশি।
চীনে মেডিকেল পর্যবেক্ষণে রয়েছে ১৮৭,৫১৮ জন এবং করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪০,২২০ জন।
চীনের বাইরেও অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে করোনা। সিঙ্গাপুরে নতুন করে ৩ জন আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে একজন বাঙালি রয়েছে বলে জানানো হয় সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জন যা চীনের বাইরে সবচেয়ে বেশি বিস্তারকৃত দেশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মোট ২৮টি দেশে এই ভাইরাস সংক্রমিত হয়েছে এবং সংক্রমিতদের ২ জন মারা গেছেন।
চীনে চান্দ্র নববর্ষের ছুটি শেষের দিকে হওয়ায় ধীরে ধীরে যার যার কর্মক্ষেত্রে ফিরে যেতে হবে এবং নির্দিস্ট কিছু প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সাবধানতা ও সতর্কমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
করোনাভাইরাসের এত বেশি ও দ্রুত সংক্রমণের মোকাবেলায় চীন কর্তৃপক্ষের গ্রহনকৃত উদ্যোগ প্রশংসনীয় বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
লায়ন ইউসুফ খান
লেখক,সাংবাদিক,রাজনীতিবিদ।