সিকদার মোহাম্মদ বাবু, মির্জাপুর প্রতিনিধি: আটিয়া বন অধ্যাদেশ ১৯৮২ এক ভোগান্তির নাম মির্জাপুর উপজেলার প্রায়  ৪৫ হাজার একর জমির উপর বাসকৃত জনগণের কাছে। 

১৯৬২ সালের রেকর্ডে মালিকানা থাকার পরও ১৯৮২ সালে আটিয়া বন অধ্যাদেশ জারির পর এ ভোগান্তি শুরু হয়েছে।বছরের পর ভোগান্তির শিকার মানুষগুলো মিছিল,মিটিং,সমাবেশ করেও কোন ফল পায়নি বা পাবে বলেও মনে হচ্ছে না।সম্প্রতি বসতি উচ্ছেদের নোটিশ কালো ছায়া হয়ে দাড়িয়েছে। নিরুপায় সাধারণ মানুষগুলো তাই রাস্তায় নেমেছে তাঁদের নায্য দাবী নিয়ে।কথা একটাই- আটিয়া বন অধ্যাদেশ বাতিল।এরই সূত্রধরে গত ৩১ ডিসেম্বর বাশতৈল বাজারে কয়েক হাজার মানুষ মানববন্ধন ও সমাবেশ করে সরকারের কাছে অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছে।

আজ আজগানা ইউনিয়নের খাটিয়ার বাজারেও একই দাবিতে মানববন্ধন অংশ নেন কয়েক হাজার মানুষ।উল্লেখ্য,১৯২০ সালে সেটেলমেন্ট রেকর্ডভুক্ত হওয়ার পর তৎকালীন সরকার ১৯২৭-২৮ সালে গেজেট মূলে মির্জাপুরসহ আশপাশের কয়েকটি অঞ্চলের জায়গা বন বিভাগের কাছে ন্যস্ত করে। সরকার ১৯৮২ সালে আটিয়া অধ্যাদেশ জারি করে। বসতবাড়িসহ সাধারণ মানুষের ১৯৬২ সালের রেকর্ডভুক্ত জমিও এই অধ্যাদেশের আওতায় আনা হয়। এই অধ্যাদেশের আওতায় বর্তমানে প্রায় ৪৫ হাজার একর জমি রয়েছে।