ভুটান ও চীনের মধ্যে এখন পর্যন্ত সীমা নির্ধারণ করা হয়নি।

ভারতে রয়েল ভুটানিজ দূতাবাস জানিয়েছে এখনও তাদের মধ্যে আলোচনা চলছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এমন তথ্য পাওয়া গেছে।

এক বিবৃতিতে রয়েল ভুটানিজ দূতাবাস জানায়, এখন পর্যন্ত ২৪ দফা মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে। আর কোভিড-১৯ মহামারীর বিস্তারের কারণে ২৫তম বৈঠক স্থগিত রাখা হয়েছে।

পূর্ব ভুটানের শাকটেং বন্যপ্রাণী অভয়ারণ্য চীন নিজের বলে দাবি করেছে, এমন খবরের মধ্যেই ভুটানের এই বিবৃতিতে এসেছে।

ভারতের সঙ্গে প্রাণঘাতী সংঘাতের পর সীমান্ত থেকে চীন সেনা সরিয়ে নিচ্ছে। কিন্তু ভুটানের সঙ্গে নতুন ধরে বিবাদ বাধিয়েছে।

সোমবার গালওয়ান উপত্যকার কাছেই সংঘর্ষের স্থান থেকে চীনা সামরিক বাহিনীকে তাবু ও অবকাঠামো ভেঙে ফেলতে দেখা গেছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, সংঘর্ষ এড়াতে ও সীমান্ত উত্তেজনা কমাতে দুই পক্ষই ফলপ্রসূ পদক্ষেপ নিচ্ছে।