টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।
গ্রেপ্তার রাসেল মিয়া (২২) ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন।
গোপালপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করায় রাসেলকে বহিস্কার করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার ঝাওয়াইল বাজার থেকে ২১০টি ইয়াবাসহ রাসেলকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) পরিদর্শক হেলাল উদ্দিন জানান, 'ইয়াবা চোরাকারবারী রাসেলের সঙ্গে আর কারা জড়িত সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।'