২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। সারাদেশে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।

কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯২ দশমিক ৮৫ ভাগ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ ভাগ।

রবিবার দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফলের অনুলিপি গ্রহণ করেন ডা. শিক্ষামন্ত্রী দীপু মনি।

এরপর প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশের অনুষ্ঠানে যোগ দিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

মূল অনুষ্ঠানটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে সেখান থেকে বিস্তারিত ফলাফল ঘোষণা করছেন শিক্ষামন্ত্রী।