এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী এ পরীক্ষা শুরু হবে ৩ ফেব্রুয়ারি সোমবার। শিক্ষা বোর্ডের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল। এ দিন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষা পেছানো হয়েছে বলে  জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ১ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ৩ ফেব্রুয়ারি। এরপর নতুন সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রবিবার পরীক্ষার নতুন সূচি প্রকাশ করবে।

এ বছর ৩ হাজার ৫১২টি কেন্দ্রে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ শিক্ষার্থী মাধ্যমিকের এ পরীক্ষায় অংশ নেবে।

গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী ৮৭ হাজার ৫৫৪ জন কমেছে। আগের মতো এ বছরও পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে। পরীক্ষাকেন্দ্রের আশপাশে জারি থাকবে ১৪৪ ধারা। পরীক্ষাকেন্দ্রে কেউ মোবাইল ফোন নিতে পারবে না। শুধু কেন্দ্র সচিব সাধারণ মানের একটি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে খুদেবার্তা পাঠিয়ে কোনো সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে, সেটি কেন্দ্র সচিবকে জানানো হবে।