নোয়াখালীর জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলামকে ‘সন্ত্রাসীদের গডফাদার’ এবং ‘হত্যাকারীদের পৃষ্ঠপোষক’ বলে মন্তব্য করেছেন কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেন, এই এসপি নোয়াখালী থেকে বিদায় না নিলে কোম্পানীগঞ্জে শান্তি আসবে না। তাই তাঁকে বিতাড়িত করতে হবে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার বসুরহাট জিরো পয়েন্টে কলেজছাত্রী শাহনাজ পারভিনের হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে কাদের মির্জা এসব কথা বলেন। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে নিহত শাহনাজ পারভিনের বাবা নবী হোসেনও উপস্থিত ছিলেন। গতকাল সোমবার বসুরহাট পৌরসভার একটি ধানখেতে তাঁর লাশ পাওয়া যায়। লাশের মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল। এই কলেজছাত্রীকে কে বা কারা হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মানববন্ধনে কাদের মির্জা বলেন, ‘কোম্পানীগঞ্জ ছিল শান্তির জনপদ। এক বছর ধরে এখানে সন্ত্রাস চলছে, নৈরাজ্য চলছে। মনে হচ্ছে, এই এলাকার কোনো অভিভাবক নেই। এখানে সব নৈরাজ্যের সঙ্গে প্রশাসন জড়িত। প্রশাসনের ছত্রছায়ায় সন্ত্রাসীরা আমাকে গুলি করেছে, সাংবাদিক মুজাক্কিরকে গুলি করে হত্যা করেছে, বিচার পাইনি। যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা সবাই জজ মিয়া। প্রকৃত অপরাধীরা পুলিশের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন।’

পুলিশের বিরুদ্ধে স্থানীয় এক অটোরিকশাচালককে হত্যার অভিযোগ তুলে কাদের মির্জা বলেন, ‘অটোরিকশাচালক বলরামকে হত্যা করা হয়েছে। চর ফকিরাতে সিএনজি চুরির সময় চালকের চোখে মরিচের গুঁড়া দিয়েছে কে? পুলিশ। এতে কি প্রমাণ হয় না বলরামকে পুলিশ হত্যা করেছে? পরশু রাতে মুছাপুরে ছিনতাই করার সময় তিনজন পুলিশ ধরা খেয়েছে। এখন আপনি জিজ্ঞেস করলে বলবে সোনাগাজীর পুলিশ। কিন্তু তারা কোন এলাকায় অপকর্ম করছে? কোম্পানীগঞ্জ। তারা এই কোম্পানীগঞ্জকে কীভাবে বেছে নিয়েছে? নিশ্চয়ই এই ওসি এটার সঙ্গে জড়িত।’

সেতুমন্ত্রীর ছোট ভাই আবদুল কাদের মির্জার অভিযোগ, ‘এসপি জড়িত, ইউএনও জড়িত। এখন আমরা এসবের বিচার চেয়ে কী লাভ হবে? খুনির কাছে খুনের বিচার চেয়ে কী লাভ হয়? আন্দোলন করতে হবে। এখানে তো কেউ নাই। তিন–চার বছর এমপির (ওবায়দুল কাদের) কোনো খবর নেই। উপজেলা চেয়ারম্যান আসে ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর হাইস্কুলের মাঠে স্যালুট নেওয়ার জন্য। তাঁদের কাজ কী? লুটপাট করে খাচ্ছেন। বিচার চেয়ে লাভ নেই। রাজপথে নামতে হবে।