মিয়ানমারে জান্তা বিরোধী অভ্যুত্থানে সেনা সরকারের সহিংসতা ও নির্বিচার গুলিতে অন্তত ৭৫ শিশু নিহত হয়েছে।

এছাড়াও বিভিন্ন অভিযোগে আটক রয়েছে অন্তত ১ হাজার শিশু। জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক বিশেষজ্ঞরা শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে দেশটিতে সামরিক অভুত্থানের পর প্রতিদিনই শিশুরা জান্তা সরকারের অমানবিক নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে বাড়িতে ঢুকে শিশুদের সরাসরি গুলি করা হয়েছে।

পরিবারের অন্য সদস্যদের ধরতে শিশুদের জিম্মি করার মতো ঘটনাও ঘটছে। দেশটিতে অবরুদ্ধ অবস্থায় থাকা শিশুদের জীবন মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন বলে জানান কমিটির প্রধান মিকিকো ওতানি।

তিনি আরও জানান, দেশটিতে ১০ লাখের বেশি শিশুকে প্রয়োজনীয় টিকা দেয়া হয়নি। অপুষ্টিতে ভোগা ৪০ হাজারের বেশি শিশু পাচ্ছেনা চিকিৎসা।