করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে দেশে কতজনের মৃত্যু হয়েছে তার সংখ্যা জানে না স্বাস্থ্য অধিদফতর।
বুধবার (০৯ জানুয়ারি) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন, করোনায় মৃতদের মধ্যে ওমিক্রন ধরনে আক্রান্ত হয়ে কতজনের মৃত্যু হয়েছে, তা বলা দুরূহ বলে। তবে ওমিক্রন ধরন নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানসহ (আইইডিসিআর) একাধিক প্রতিষ্ঠান কাজ করছে বলে জানান তিনি।
অধ্যাপক নাজমুল আলম বলেন, দেশে এখন যারা করোনায় মৃত্যুবরণ করছেন তাদের প্রায় ৮০ শতাংশই টিকা নেননি। তাই আমাদের সবাইকে করোনা প্রতিরোধে টিকা গ্রহণ, মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি বলেন, অনেকে ধারণা করেন ওমিক্রন তত বেশি ক্ষতি করে না। এ ধরনের বিশ্বাসের কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ১ কোটি ৪২ লাখ শিক্ষার্থীকে প্রথম ডোজ এবং ৩০ লাখ দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। দেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ১ কোটি ৮১ লাখ প্রথম ডোজ এবং ১ কোটি ৫৫ লাখ দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে।