বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে। গতকাল শনিবার (১০ এপ্রিল) বিকালে তার নমুনা সংগ্রহ করা হয়। রোববার (১১ এপ্রিল) তার পজিটিভ আসে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়ার করোনায় আক্রান্তের বিষয়টি শতভাগ সঠিক। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি।

তবে বিএনপি’র মিডিয়া উইং বিএনপি চেয়ারপারসনের করোনা পজিটিভের খবরকে ভুয়া বলে জানিয়েছেন। এমনকি করোনা পজিটিভ তো দূরের বিষয় তার কোন করোনা টেস্ট করানো হয়নি বলে দাবি করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বার্তা২৪.কমকে বলেছেন, এটা ভুয়া, ম্যাডামের করোনা টেস্ট করতে দেয়াই হয়নি।