বিএনপি তাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তি নিয়েও রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয়ে দুপুর ১২ টায় আওয়ামী লীগ খুলনা বিভাগীয় যৌথসভায় তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেছেন, বিএনপি সব কিছুতেই রাজনীতি করতে চায়। ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে মুক্তি দেওয়ার ব্যাপারে ফোন করে আমাকে অনুরোধ করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে কথা বলার পর আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। কিন্তু উনি নাকি বলেছেন, ফোন করার ব্যাপারটি মিথ্যা। আপনি ফোন করেছেন সেটা আমি বলেছি। এটাকে মিথ্যা বলার কারণ কী আমি বুঝলাম না। প্রমাণ যদি দিতে হয় তাহলে প্রমাণ দেওয়ার ব্যবস্থা আছে আমার কাছে। আমি উনাকে নিচে নামাতে চাই না। কিন্তু উনি কেন নিচে নামছেন সেটাই বুঝতে পারছি না।’

সেতুমন্ত্রী বলেন, ‘ফখরুল সাহেব ঝানু রাজনীতিক হতে পারেন, কিন্তু ভালো চিকিৎসক না। তিনি কিভাবে বলবেন খালেদার শরীরের অবস্থা কেমন।’

তিনি আরও বলেন, ‘জেলা পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে তৃণমূলকে শক্তিশালী করতে হবে। তা নাহলে দলের দুর্বল অবস্থা কাটানো যাবে না। তৃণমূল হলো দলের প্রাণ আমাদের দলের থানা পর্যায়ে দুর্বলতা আছে এটা অপ্রিয় সত্য কথা।’

খুলনা বিভাগীয় এই যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক বাহা উদ্দীন নাসিম, বিএম মোজাম্মেল হক, অসিম কুমার উকিল, খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক, বিপ্লব বড়ুয়াসহ আওয়ামী লীগের জাতীয় ও জেলা পর্যায়ে নেতারা।