দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই বন্যা দেখা দিয়েছে।

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষের আশঙ্কা এরই মধ্যে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো বহু মানুষ।  

কুমামোতো ও কাগোশিমা এলাকা থেকে প্রায় ৮০ হাজার অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। কুমামোতোয় একটি নার্সিং হোম বন্যার পানিতে ভেসে গেছে। কুমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। কোথাও কোথাও ভূমিধস দেখা গিয়েছে।  

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। উদ্ধারকাজে সহায়তায় সেনাবাহিনীর ১০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। কয়েকদিন ধরেই জাপানে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, আরো দু’একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।