গত রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের সাথে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের শেষ ক্লাস ছিলো।

ক্লাস শেষে ছাত্রছাত্রী এবং বিভাগের চেয়ারম্যান ড. জোবায়ের এর সাথে মাননীয় তথ্যমন্ত্রীর আবেগঘন মুহূর্তের স্থিরচিত্র।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, তথ্যমন্ত্রীকে তাদের বিভাগের শিক্ষক হিসেবে পেয়ে তারা খুশি এবং আনন্দিত ছিলেন।  

দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন খ্যাতিমান পরিবেশবিদ হিসেবে পরিচিত হাছান মাহমুদ। এক দশকেরও বেশি সময় ধরে তিনি আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সরকারের পরিবেশমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হন। পরে দলের অন্যতম মুখপাত্র এবং জাতীয় সংসদের বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবেলায় সফলতার সঙ্গে কাজ করেন। একাদশ জাতীয় সংসদ নিবার্চনে এমপি হন এবং তথ্যমন্ত্রীর দায়িত্ব পান হাছান মাহমুদ।