ঢাবি প্রতিনিধি ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের  পদার্থ বিজ্ঞান বিভাগের বরেণ্য অধ্যাপক অজয় রায় আর নেই। সোমবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে আইসিউতে থাকাবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এর আগে জ্বর ও শ্বাসকষ্ট জনিত কারণে প্রায় দুই সপ্তাহ ধরে বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।

জানা যায়, একুশে পদকপ্রাপ্ত পদার্থবিদ অজয় রায়ের দুটি গবেষণা নোবেল কমিটিতে আলোচিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে অবসরে গিয়ে বিশ্ববিদ্যালয়টির ইউজিসি অধ্যাপকের দায়িত্ব পালনও করেন অজয় রায়।

এছাড়া তিনি শিক্ষা আন্দোলন মঞ্চের প্রতিষ্ঠাতা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতাদেরও একজন। বর্তমানে তিনি নির্মূল কমিটির উপদেষ্টা পদে ছিলেন। চার বছর আগে সন্ত্রাসীদের হাতে প্রাণ হারানো বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের বাবা অজয় রায় গত ২৮ অক্টোবর আদালতে গিয়ে ছেলে হত্যা মামলায় সাক্ষ্যও দিয়েছেন।