ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার কলেজ ক্যাম্পাসে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক খালিদ মাহমুদ ফয়সাল, সাহিত্যবিষয়ক সম্পাদক আসিফ তালুকদার।

অনুষ্ঠানে ক্যাবল নিউজ ইন্টারন্যাশনালের (সিএনআই) ব্যবস্থাপনা সম্পাদক রনক হাসান, ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক মিথুন চৌধুরী, তারেক হাসানসহ ঢামেক শাখা ছাত্রলীগের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রোগীসহ গরীব ও অসহায় মানুষ করোনাভাইরাসের এই কঠিন সময়ে ইফতারসামগ্রী পেয়ে তাদের খুশি মনোভাব প্রকাশ করেন। 

ছাত্রলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক খালিদ মাহমুদ ফয়সাল বলেন, সব সময় দুর্গত মানুষের পাশে ছিল ছাত্রলীগ। আগামী সময়ে ঢামেক শাখা ছাত্রলীগের এমন প্রচেষ্ঠা অব্যহত থাকবে। এ ছাড়া করোনার এ সময়ে সব সময় মানুষের পাশে আছে এবং থাকবে ছাত্রলীগ।