ভবিষ্যৎ পৃথিবী হবে তথ্যপ্রযুক্তি নির্ভর। আর সেই প্রযুক্তি নির্ভর পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) যৌথ উদ্যোগে ২০০৩ সাল থেকে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এক বছর মেয়াদী প্রশিক্ষণ দিয়ে আসছে IsDB-BISEW । এই প্রশিক্ষণে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জনপ্রতি প্রায় দুই লাখ টাকা সমপরিমান স্কলারশীপ প্রদান করে তথ্য ও প্রযুক্তিতে দক্ষ করে তুলছে IsDB-BISEW । শিক্ষার্থীদেরকে ফ্রি প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষার উপকরণসমূহ বিনামূল্যে প্রদান করা হবে। ভেন্ডর সার্টিফিকেশন খরচও বহন করে থাকে প্রতিষ্ঠানটি। প্রশিক্ষনার্থীরা সফলভাবে কোর্স সমাপ্ত করে দেশে ও বিদেশে চাকরীরত আছে।
IsDB-BISEW সম্প্রতি তাদের এক বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২১।
রুপান্তরিত কোর্স (Conversion Course)
এই কার্যক্রমের বেশির ভাগ কোর্সই ঈড়হাবৎংরড়হ কোর্স অর্থাৎ, যে কোন বিভাগ থেকে আইটি প্রফেশনাল হওয়ার সুযোগ। যে কোন বিভাগ (বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক) থেকে স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীরা গতানুগতিক ট্রেনিং ছেড়ে সম্ভাবনাময় আইটি ক্ষেত্রে তার জীবন শুরু করতে পারে।
যারা আবেদন করতে পারবে
যে কোন বিষয়ে ¯ স্নাতক, মাস্টার্স, ফাজিল ও কামিল পাশ প্রার্থীরা এবং মাস্টার্স বা কামিল অধ্যায়নরতরাও স্কলারশীপের জন্য আবেদন করতে পারবে। কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স, সিভিল, আর্কিটেকচার, সার্ভে ও কন্সট্রাকশন বিষয়ে ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ ২ থাকতে হবে। তবে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটারে ¯স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন না। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত গ্রহনযোগ্য হবে। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা বা দক্ষতা না থাকলেও আবেদন করতে পারবেন। চাকরিজীবিদের আবেদনের সুযোগ নেই।
যে সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়
যুগের চাহিদার উপর বিবেচনা করে ওংউই-ইওঝঊড স্কলারশীপ প্রকল্পে এখন ১২টি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিটি ক্লাস ৪ ঘন্টা করে, সপ্তাহে ৬দিন। কোর্সগুলো হলোঃ-
ডেটাবেইস ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট
গ্রাফিক্স এ্যানিমেশন ও ভিডিও এডিটিং
এন্টারপ্রাইজ সিস্টেমস্ এ্যানালাইসিস এ্যান্ড ডিজাইন জেইই
এন্টারপ্রইজ সিস্টেমস্ এ্যানালাইসিস এ্যান্ড ডিজাইন সি#.নেট
নেটওয়ার্কিং টেকনোলজিস
ওয়েব এ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ পিএইচপি এ্যান্ড ফ্রেমওয়ার্কস
আর্কিটেকচারাল এ্যান্ড সিভিল ক্যাড
প্রফেশনাল ওয়েব এ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
নেটওয়ার্ক সিস্টেম এডমিনিষ্ট্রেটর
গ্রাফিক্স ভিডিও এডিটিং এ্যান্ড মোশন গ্রাফিক্স
ওয়েব এ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ই্উজিং এএসপি ডটনেট
কøাউড কম্পিউটিং ই্উজিং ওরাকল এ্যাপ্লিকেশন এক্সপ্রেস
র্কমসংস্থানের সহযোগিতা
সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের দেশে ও বিদেশে চাকরি পাওয়ার ব্যাপারে IsDB-BISEW কতৃপক্ষ নিশ্চয়তা প্রদান করে থাকে। সফলভাবে সমপ্তকারী ৭,৫০০ জনেরও বেশি দেশ বিদেশের বিভিন্ন স্বনামধন্য আইটি প্রতিষ্ঠানে কর্মরত আছে।
যেভাবে আবেদন করা যাবে
অনলাইনে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (apply.isdb-bisew.info) আবেদন করতে হবে। আবেদনকারীকে বিকাশের মাধ্যমে ওয়েবসাইটে উল্লেখিত নির্দেশনা অনুসারে আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে।
প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া
বর্তমানে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মৌখিক পরীক্ষায় প্রার্থীর তথ্যপ্রযুক্তির প্রতি আগ্রহের বিষয়টি পর্যবেক্ষণ করা হয়। ঢাকা ও চট্টগ্রামে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের বেকারত্ব দূর করতে বছরে চারবার স্কলারশীপ প্রদান করা হয়। প্রতি তিন মাস অন্তর কমপক্ষে ৩০০ জন শিক্ষার্থীকে স্কলারশীপ প্রদান করা হয়। এভাবে বছরে ১,২০০ শিক্ষার্থীকে স্কলারশীপ প্রদান করা হয়।প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তির জ্ঞান আকর্ষণীয় ক্যারিয়ার গড়তে সহায়তা করে।
বিস্তারিত যোগাযোগ: আইডিবি ভবন (৫ম তলা), শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭। ফোন: ৯১৮৩০০৪-৫, ই-মেইল: [email protected] । ওয়েবসাইট: www.isdb-bisew.org