ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার। নির্বাচনকে কেন্দ্র করে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ইভিএমের এই ভোটে এবার কিউআর কোডস এবং মোবাইল অ্যাপের মতো প্রযুক্তির ব্যবহার হচ্ছে। ভোটগ্রহণকে কেন্দ্র করে দিল্লিজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচনে ৭০টি আসনে এবার ৬শ’ ৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নয়াদিল্লি আসনে সর্বোচ্চ ২৮ জন প্রার্থী রয়েছেন।

এবারের নির্বাচনে দিল্লির শাসক আম আদমি পার্টি, কেন্দ্রের শাসকদল বিজেপি ও বিরোধীদল কংগ্রেসের মধ্যে লড়াই হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, মূল লড়াই হবে আম আদমি পার্টির সঙ্গে বিজেপির।

সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে দেশজুড়ে চলা বিক্ষোভ-প্রতিবাদের মধ্যে আগামী পাঁচ বছরের জন্য বিধানসভার প্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন প্রায় দেড় কোটি ভোটার। মঙ্গলবার জানা যাবে দিল্লির শাসনভার যাচ্ছে কার হাতে। দিল্লি বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হবে আগামী ২২ ফেব্রুয়ারি।