দেশ স্বাধীন হলেও নির্বাচনে এখনো বৈষম্য দূর হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাপার পতাকা মিছিল এবং বিজয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫০ বছর হলো। অথচ এখনো নির্বাচনে বৈষম্য দূর হয়নি। ফলে অনেকেই জাতীয় নির্বাচনে অংশ নিতে পারছে না।

তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। জনগণের ভোটাধিকার নেই। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলেও অত্যাচার করা হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। আর ত্রাণ বিতরণের নামে হচ্ছে লুটপাট। শিগগিরই এই চিত্রপটের পরিবর্তন আনা দরকার।