বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে র‍্যালি বের করার প্রস্তুতি নিচ্ছে দলটি। এ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমানেসহ আশেপাশের এলাকা এখন লোকে লোকারণ্য।

 ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছেন। সকাল গড়িয়ে দুপুর হতেই খণ্ড খণ্ড মিছিল সহকারে এসব নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে এসে হাজির হন। কেন্দ্রীয় কার্যালযে আসার পথে এসব খণ্ড খণ্ড মিছিল থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার সম্বলিত স্লোগান দেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর রাজধানীতে র‍্যালী করার ঘোষণা দেয় বিএনপি। পরে কৌশলগত কারণে র‌্যালি একদিন পিছিয়ে ২ সেপ্টেম্বর করার ঘোষণা দেয় দলটি। সোমবার দুপুর ২টায় র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও র‍্যালিটি বিকেল তিনটায় শুরু হবে বলে দলীয় সূত্রে জানা যায়।