দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধের নিদের্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২ তম সমার্বতনের ৩য় দিনের মাথায়ই ইউজিসি থেকে বন্ধের এ নির্দেশনা আসল।

আজ বুধবার সংস্থাটির জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

এ নির্দেশনা দিয়ে সকল বিশ্ববিদ্যালয়কে ইতোমধ্যেই চিঠি পাঠানো হয়েছে বলে জানান ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজ বেগম।

উল্লেখ্য, গত সোমবার দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও দেশের সকল বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ সান্ধ্যাকালীন কোর্সের সমালোচনা করে বলেছেন, ‘বাণিজ্যিক কোর্স সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করছে এবং এতে ক্যাম্পাসের সার্বিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় এখন দিনে সরকারি আর রাতে বেসরকারি চরিত্র ধারণ করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সন্ধ্যায় মেলায় পরিণত হয়। এটা কোনোভাবেই কাম্য নয়।’