তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা থাকছে না এবং নবম ও দশম শ্রেণিতে বিভাগ থাকছে না  

২০২৩ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হবে না।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বার্ষিক পরীক্ষা শুরু হবে চতুর্থ শ্রেণি থেকে। অর্থাৎ, তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষাও থাকছে না।

এছাড়া, নবম ও দশম শ্রেণিতে বিভাগ থাকছে না বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী জানান, বিষয়ভিত্তিক মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ প্রত্যাহার করে নবম ও দশম শ্রেণীর জন্য একটি সমন্বিত পাঠ্যক্রম চালু করা হবে।

তিনি বলেন, “একাদশ এবং দ্বাদশ শ্রেণি থেকে বিষয়ভিত্তিক বিভাগ প্রয়োগ করা হবে।”

এসএসসি পরীক্ষার গ্রেডিং পদ্ধতিও পরিবর্তিত হতে পারে বলেও জানান মন্ত্রী।

উচ্চ মাধ্যমিক পরীক্ষারও গ্রেডিং পরিবর্তন হতে পারে বলে জানিয়ে দীপু মনি বলেন, “প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল মিলিয়ে এইচএসসির ফলাফল দেওয়া হতে পারে।”