কোপা আমেরিকায় চিলি বিপক্ষে এক গোলে এগিয়ে গেছে উত্তর আমেরিকার দেশ আর্জেন্টিনা। ম্যাচের ৩২ মিনিট ৪০ সেকেন্ডে লিওনেল মেসির ফ্রি কিকে গোলটি হয়। 

এর আগে দুই দলের মধ্যে প্রতিযোগিতাপূর্ণ খেলা শুরু হয়। ম্যাচের প্রথম দিকে বেশ কয়েকবার ফাউলের ঘটনা ঘটে। এরমধ্যে চিলির এক খেলোয়াড়কে হলুদ কার্ড প্রদশর্ন করেন রেফারি। 

ম্যাচ চলাকালীন দুই দলের আক্রমণ লক্ষণীয়। তবে রক্ষণভাগের দৃঢ়তা ও গোলকিপারের দক্ষতায় বেশ কয়েকটি গোল পথভ্রষ্ট হয় আর্জেন্টিনার। আক্রমণে পিছিয়ে নেই চিলিও। 

আর্জেন্টিনার মার্টিনেস ৩৭ মিনিটে গোলের একটি সুযোগ পান। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। 

এদিকে আর্জেন্টিনার খেলোয়াড়দের পায়ে বল নিয়ন্ত্রণে থাকলেও বারবার আক্রমণ চিলি রক্ষণভাগে গিয়ে আটকে যাচ্ছে। যার ফলে চিলি জালে সহজে বল জড়ানো কঠিন হয়ে পড়েছে আর্জেন্টিনার।