বাতিল হলো এএফসি কাপের এবারের আসর। মার্চে কোভিড প্রাদুর্ভাবের কারণে স্থগিত ছিল ম্যাচ। কাজেই খেলা হচ্ছেনা বসুন্ধরা কিংসের।

অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথা ছিল বসুন্ধরা কিংসের। টিসি স্পোর্টসকে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল বিপিএল চ্যাম্পিয়নরা।  

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় গুঞ্জন চলছিল এএফসি কাপ বাতিল হওয়ার, এশিয়ার পাচ অঞ্চলে ম্যাচ আয়োজন কতটা সম্ভব, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে অনলাইন বৈঠকে বসেন এএফসি কর্তারা। সিদ্ধান্ত আসে টুর্নামেন্ট বাতিল হওয়ার।

২০১৮-১৯ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলছে 'ই' গ্রুপে। আগামী অক্টোবরে মালদ্বীপের নিরপেক্ষ ভেন্যুতে 'ই' গ্রুপের খেলা শুরুর কথা ছিল। তবে এখন তার কিছুই হচ্ছে না। আট গ্রুপের স্বাগতিক কোনো দেশই ম্যাচ আয়োজনের ব্যপারে সবুজ সঙ্কেত দিতে পারেনি।