বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক পরিচালক আলী আহসান বাবু ও সাবেক ডিজিএম ইফতেখার হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে দুদক।

মঙ্গলবার, দুপুরে সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে, গ্রেপ্তার দুই জনসহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। বিমানের কার্গো শাখায় ১১৮ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। সংস্থাটির উপপরিচালক নাসিরুদ্দিন বাদি হয়ে মামলাটি করেন। এজাহারে বলা হয়, যোগসাজস ও ক্ষমতার অপব্যবহার করে সরকারের ১১৮ কোটি টাকা ক্ষতি করেন আসামিরা।