বিশ্বের ৭০ শতাংশ মানুষ টিকা নিলে চলতি বছরেই করোনা মহামারির তীব্রতা শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম গেব্রেইয়েসাস।


শুক্রবার দক্ষিণ আফ্রিকার গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, মহামারির এই তীব্রতা চলতি বছরেই শেষ হবে বলে আমরা আশা করছি। অবশ্য এর জন্য একটা শর্ত আছে। চলতি বছরের মাঝামাঝি জুন, জুলাইয়ের মধ্যে বিশ্বের ৭০ শতাংশ মানুষ টিকা নিলে এটা সম্ভব হবে।

তিনি আরও বলেন, যদি এই লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হয়, মহামারির তীব্রতা সত্যিই শেষ হবে যাবে বলে আমরা আশা করছি। বিষয়টি এখন আমাদের হাতে। এটা সুযোগের ব্যাপার নয়। এটা পছন্দের ব্যাপার।

দক্ষিণ আফ্রিকার ওষুধ কোম্পানি আফ্রিজেন বায়োলজিক্স অ্যান্ড ভ্যাকসিনসের কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। মার্কিন ওষুধ কোম্পানি মডার্নার ফর্মুলা ব্যবহার করে দক্ষিণ আফ্রিকার কোম্পানিটি নতুন একটি টিকা তৈরি করেছে।

আফ্রিজেন বায়োলজিক্স অ্যান্ড ভ্যাকসিনসের তৈরি নতুন এ টিকা করোনা প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে এবং এই টিকার দামও কম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।