যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সাকিব আল হাসান। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে আজ সকালে ঢাকায় পা রাখেন তিনি। এ সময়ে তার সঙ্গে ছিলেন মা শিরিন আক্তার। 

বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনালের আগে অসুস্থ শ্বশুরকে দেখতে যুক্তরাষ্ট্র উড়ে গিয়েছিলেন সাকিব। কিন্তু শ্বশুরকে দেখতে পাননি। বিমানে থাকাকালীন সময়ে শ্বশুরের মৃত্যুর খবর পান সাকিব। 

এর পর পরিবারের সঙ্গে প্রায় তিন সপ্তাহ কাটিয়ে আজ সকালে ঢাকায় ফিরলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রে থাকাকালে সাকিব-শিশির দম্পতির তৃতীয় সন্তান নতুন বছরে আসছে এই খবরও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সাকিব নিজেই।

ইতোমধ্যেই সাকিব দুই কন্যা সন্তানের জনক। ২০১২ সালের বিয়ের বন্ধনে আবদ্ধ হন সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। ২০১৫ সালে তাদের ঘর আলোকিত করে প্রথম কন্যা আলাইনা হাসান অব্রি। এরপর ২০২০ সালে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি। ২০২০ সালের ২৪ এপ্রিল জন্মগ্রহণ করেন দ্বিতীয় কন্যা ইরাম হাসান।

আগামী ১০ জানুয়ারি ঢাকায় পা রাখবে ক্যারিবীয়রা। দুই টেস্ট ও তিন ওয়ানডে ম্যাচ সিরিজ খেলবে তারা। বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনও শুরু হবে সেদিন।