মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউজের অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে যে ক’জনকে ফলো করা হয়, তার মধ্যে এক এবং একমাত্র রাষ্ট্রনেতা নরেন্দ্র মোদী। অবাক লাগলেও ভারতের প্রধানমন্ত্রী ছাড়া আর কোনও রাষ্ট্রনেতাকে হোয়াইট হাউজ ফলো করে না।

হোয়াইট হাউজের টুইটার পেজ থেকে মোট ১৯ জনকে ফলো করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  ছাড়াও সেই তালিকায় আছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রীর দফতরের অফিশিয়াল পেজ। ১৯ জনের মধ্যে মোদী ও কোবিন্দই শুধুমাত্র নন-আমেরিকান নেতা। এ ছাড়া মাইক্রো-ব্লগিং সাইট থেকে হোয়াইট হাউজ ফলো করে ভারতের মার্কিন দূতাবাস ও ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসকে।

ভারত যুক্তরাষ্ট্রে হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠানোর  পর থেকেই তালিকায় এমন পরিবর্তন এসেছে। ওষুধ পাওয়ার পর মোদীকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প লেখেন   নয়াদিল্লির এই উপকার যুক্তরাষ্ট্র কখনো ভুলবে না।