লকডাউনের নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সবার খাদ্যপ্রাপ্তি নিশ্চিতে সাধ্যমত চেষ্টা করা হবে। একাদশ সংসদের ত্রয়োদশ অধিবেশনের সমাপনি বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের কোন রকম আশঙ্কায় ফেলে স্কুল কলেজ খোলা হবে না।

শনিবার (৩ জুলাই) একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের সমাপনি দিনে নানা ইস্যুতে উত্তপ্ত বক্তব্য দেন সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনি বক্তব্যে সবাইকে লকডাউনে ঘরে থাকার আহ্বান জানান।

শিশুদের সুরক্ষা নিশ্চিত না হয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, শিশুদের কোনভাবেই শঙ্কার মধ্যে ঠেলে দেয়া যাবে না।

দেশের প্রতিটি মানুষের জন্য টিকা নিশ্চিত করা হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।