শ্রমিকদের মার্চ মাসের বেতন ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বেতন পরিশোধের পাশাপাশি করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কারখানা বন্ধ থাকলেও কোনো শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই না করার আহ্বানও জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত ১৬৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার একদিনের হিসাবে শনাক্ত হয়েছেন ৪১ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১৭ জন।বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৫৬ হাজার ৩৫৪ জন।

অপরদিকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ৬৯১ জন। মারা গেছেন ৮২ হাজার ৭৪ জন। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ২ হাজার ১৫০ জন।