ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলীর পরিবারের সদস্য করোনায় শনাক্ত হয়েছিলেন। তাই করোনা পরীক্ষা করান তিনি। শুক্রবার সেই পরীক্ষার ফল হাতে পেয়েছেন সৌরভ। তাতে ‘নেগেটিভ’ এসেছে।

যদিও সৌরভের মধ্যে কোনও উপসর্গ দেখা দেয়নি। তবুও ঝুঁকি না নিয়ে নিজের করোনা পরীক্ষা করিয়ে নেন তিনি। সেই রিপোর্ট ‘নেগেটিভ’ আসায় স্বস্তির নিঃশ্বাস গঙ্গুলী পরিবারে।

গত ১৬ জুলাই এতে আক্রান্ত হন সৌরভের বড় ভাই ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) চেয়ারম্যান স্নেহাশিষ গাঙ্গুলী। তাকে ভর্তি হতে হয় হাসপাতালে। তবে এখন তার অবস্থা স্থিতিশীল।

বড় ভাইয়ের করোনা আক্রান্তের খবরে বিচলিত হয়ে পড়ে গাঙ্গুলী পরিবার। সৌরভসহ গোটা পরিবার বাড়িতেই সেলফ কোয়ারেন্টিনে চলে যায়। স্নেহাশিস গাঙ্গুলীর রিপোর্ট ‘পজিটিভ’ আসার পরেও বেহালার বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন সৌরভ।

আইসিসি ও বোর্ডের বৈঠক বাড়ি থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারেন সৌরভ। বাড়ির বাইরে কোথাও যাচ্ছিলেন না। এমনকি দাদাগিরির শুটিংও বাতিল করে দিয়েছিলেন তিনি।