নয় মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু ট্র্যাকে স্বাভাবিক অ্যাথলিটদের মতোই দৌড়াচ্ছেন। কি অবাক হচ্ছেন? অবাক করা হলেও সত্যি।

আমেরিকান নারী অ্যাথলিট মাকেন্না মিলার। মাত্র ৫ মিনিট ২৫ সেকেন্ডে ১.৬ কিলোমিটার দৌড়েছেন। আর তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন। নয় মাসের প্রেগনেন্সি নিয়ে এই লম্বা পথ দৌড়ানোর দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়েছেন সবাই।

একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষের চেয়েও কম সময় নিয়ে মাকেন্না মিলার এই পথ পাড়ি দেন, যা মিলারকেও অবাক করেছে। গণমাধ্যমকে মিলার বলেন, ‘আমার নিজেরও কোনও ধারণা ছিল না। এই অবস্থায় ওই সময়ের মধ্যে এতটা দৌড়াতে পারব ভাবিনি। তবে গত কয়েক মাস ধরে এর জন্য প্রস্তুতি নিয়েছিলাম।’

প্রেগনেন্সি ও করোনার কারণে ট্রেনিং যেন বন্ধ না থাকে সে জন্য চিকিৎসকদের পরামর্শ নিয়েছিলেন মিলার। আর এর ফলে প্রেগনেন্সির কারণে ট্রেনিংয়ের ধরনই বদলে গেছিল তার।

তিনি জানান, সপ্তাহে নিয়মিত তিনবার করে ওয়ার্কআউট করতাম। এ ছাড়া ট্রেনিংয়ের ফলে অনাগত সন্তানের যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য চিকিৎসকদের পরামর্শে অনুযায়ী সব কাজ করছিলেন এই অ্যাথলিট। তবে চিকিৎসকদের অনুমতিসাপেক্ষেই ট্র্যাকে দৌড়ানোর ঝুঁকি নিয়েছেন ক্যালিফোর্নিয়ার এই নারী অ্যাথলিট।