নরসিংদীর পলাশে বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন চিত্র সাধারণ জনগনের মাঝে তুলে ধরতে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার অংশ হিসেবে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে উপজেলার বাইপাস সড়ক থেকে শুরু হয়ে মোটর শোভাযাত্রাটি ঘোড়াশাল পৌরসভাসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় ৪০ হাজার নেতাকর্মী রং-বেরংয়ের পোশাক পড়ে বাদ্যযন্ত্র বাজিয়ে প্রায় ৫ হাজার মোটরসাইকেল ও গাড়ী নিয়ে অংশগ্রহণ করেন।

পলাশ উপজেলাসহ দেশব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য আহবান জানানো হয় শোভাযাত্রায়।

এতে নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন ও সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ নেতৃত্ব দেন।


শোভাযাত্রার পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে পোটন খান বলেন, "সারা বিশ্ব আজ মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ। ১০ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি আজ বিশ্ব মানবতার বাতিঘর। ব্রিটিশ মিডিয়ায় তাঁকে "মাদার অব হিউমিনিটি" অভিহিত করে প্রবন্ধ লেখা হয়। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকার আবারো দরকার। এই জন্য দলের নেতা কর্মীদের মানুষের ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার উন্নয়নের গল্প শুনাতে হবে, মানুষের মন জয় করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।"

বিডিপ/সৌ